ঘাটাইলে ব্রিজের নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাকুরিয়া ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (০৯ এপ্রিল) সকালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে খাকুরিয়া ব্রিজ সংলগ্ন এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কহিনূর ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, দেওপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেওপাড়া ইউনিয়নের অনেক ব্রিজের কাজ শেষ হয়েছে। কিন্তু ৪ বছরেও খাকুরিয়া ব্রিজের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে ব্রিজের কাজ ফেলে রেখে পলাতক রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। আমরা দ্রুতই ব্রিজের কাজ শেষ করার দাবি জানাচ্ছি।

এসময় স্থানীয় শিক্ষার্থীরা ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0Shares