টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাকুরিয়া ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার (০৯ এপ্রিল) সকালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে খাকুরিয়া ব্রিজ সংলগ্ন এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কহিনূর ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, দেওপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেওপাড়া ইউনিয়নের অনেক ব্রিজের কাজ শেষ হয়েছে। কিন্তু ৪ বছরেও খাকুরিয়া ব্রিজের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে ব্রিজের কাজ ফেলে রেখে পলাতক রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। আমরা দ্রুতই ব্রিজের কাজ শেষ করার দাবি জানাচ্ছি।
এসময় স্থানীয় শিক্ষার্থীরা ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।