
“দূর হোক দরিদ্রতা,বেঁচে থাকুক মানবতা” স্লোগানকে সামনে রেখেহৃদয়ে সাতকানিয়া মানবিক সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮-জুন) সকালে উপজেলার উত্তর ঢেমশা মাইজপাড়া আশরাফিয়া ফোরকানিয়া রহমানিয়া ও নূরানী মাদ্রাসায় এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সাংবাদিক নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮নং ঢেমশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তাহের।
প্রধান অতিথি চেয়ারম্যান আবু তাহের বলেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি ও অগ্রগতি নেই। প্রতিটি মানুষের শেখার অধিকার আছে। কাউকে অবহেলা করতে নেই। সকল পর্যায়ের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ও নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিকে মুক্তি দিতে হৃদয়ে সাতকানিয়া মানবিক সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য নেয়াজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক বাদশা মিয়া, অত্র মাদ্রাসার শিক্ষক মোবাশ্বের, সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন সহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি সাংবাদিক নুরুল আমিন বলেন, কোমলমতি শিশুদের মেধা বিকাশে আমাদের এই উদ্যোগ। আগামীতেও হৃদয়ে সাতকানিয়া মানবিক সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে।