
চট্টগ্রামের সীতাকুণ্ডে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই,”জ্ঞান বিজ্ঞানে করবো জয়, হবো বিম্বময়” এই শ্লোগানে পালিত হলো তারুণ্য উৎসব ও বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫।
সীতাকুণ্ড উপজেলা পরিষদ ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর তত্বাবধানে আয়োজিত বিজ্ঞান মেলায় শ্রেষ্ঠ উপস্হাপনকারীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি ইউএনও কে এম রফিকুল ইসলাম ও অন্যান্য অতিথিবৃন্দ।
বুধবার (১৬ জানুয়ারী) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড মহিলা কলেজের অধ্যাপক মোঃ শাহজাহান, লতিফা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, ছাদেক মাস্তান (র) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাফর সাদেক, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা মোঃ ইমরান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্হিত ছিলেন। মেলায় মোট ৩৮ টি স্কুল, কলেজ ও মাদরাসা অংশগ্রহন করে।
প্রধান অতিথি বলেন, আজকের ছোট্ট শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্র-ছাত্রীরা তাদের মেধা দিয়ে যেই তাক লাগানো প্রযুক্তি উপস্হাপন করেছে তা প্রশংসার দাবীদার। জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণে দেশে লক্ষ লক্ষ লোক আক্রান্ত হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে এর মোকাবেলা করতে হবে।