সাতক্ষীরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের মতবিনিময়‎

‎সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে সহকারী অধ‍্যাপক শহিদুল ইসলাম তালা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকালে তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

‎মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ‍্যাপক শহিদুল ইসলাম বলেন, তালা উপজেলার কেসমত ঘোনা গ্রামের মৃত সোহরাব উদ্দিন শেখ আমার পিতা। আমি ১৯৮৫ সালে তালা বি দে সরকারি উচ্চ বিদ‍্যালয় থেকে এসএসসি পাশ করি। যশোর সিটি কলেজ থেকে ১৯৮৭ সালে আইএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে সমাজ কর্ম বিভাগ থেকে এম এ পাশ করি। এরপর থেকে আমার মনে একটা আশা লালন পালন করতে থাকি কি, ভাবে সমাজের সাধারন খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়ে তাদের উপকার করা যায়। এই আত্মবিশ্বাস নিয়ে আমি ২০০৫ সাল থেকে (তালা-কলারোয়া) উপজেলায় মোট ৩৭৬ টি গ্রামের প্রতি ঘরে ঘরে আমি ঘুরে বেড়িয়েছি।

‎এসম তিনি আরো বলেন, ২০০৫ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পযর্ন্ত নির্বাচনী এলাকা (তালা-কলারোয়া) উপজেলায় ৩৭৬ টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেছি। এসকল এলাকার নির্যাতিত অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। ধর্মীয় প্রতিষ্ঠানে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রেসক্লাবসহ সকল প্রতিষ্ঠানের নিয়মিত খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনে স্বতন্ত্র প্রর্থী হিসাবে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনারা যারা তালা প্রেসক্লাবের সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন তাদের কাছে সহযোগিতা কামনা করছি।

এসময় সাংবাদিক এম এ ফয়সাল, সেলিম হায়দার, শফিকুল ইসলাম, রোকনুজ্জামান টিপু, খলিলুর রহমান লিথু, মোতাহিরুল হক শাহিন, আজিজুল ইসলাম, তরিকুল ইসলাম, সুমন রায় গণেষ, রফিকুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন।

0Shares