
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ঢেমশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইন।
২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি মুহাম্মদ ফোরকানের সভাপতিত্ব ও সেক্রেটারি মুহাম্মদ মাসুমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢেমশা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গণি ও সেক্রেটারি মুহাম্মদ জাবেদ।
এসময় ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২২০ পারিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
0Shares