
চট্টগ্রামের সাতকানিয়ায় মাটি ও বালুখেকোদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জামায়াতে ইসলামীর এক নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
জানা যায়, গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াত-বিএনপির নাম ভাঙ্গিয়ে কৃষি জমি, সরকারী খাস জায়গা, পাহাড়ী ঝিরি ও খাল থেকে দিনেরাতে মাটি ও বালু পাচার করে আসছে।
এ মাটি ও বালু পাচারের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন শাখার সেক্রেটারী ও সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল হোসাইন আল হিসাম মুহাসম্মদ জাবেদ কঠোর অবস্থান নেন।
সম্প্রতি প্রিন্সিপাল মুহাম্মদ জাবেদ মাটি ও বালুখেকোদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে কয়েকটি পোস্ট করেন। এতে মাটি ও বালু পাচার চক্র তার উপর ক্ষেপে গিয়ে মোবাইল ফোনে হুমকি দেয়।
বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে উঠে ঢেমশা ইউনিয়নের সর্বোস্থরের জনসাধারণ। প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসে এবং হুমকিদাতা ও মাটি ও বালুখেকোদের বিচার দাবি করে এক মানববন্ধনে মিলিত হয়।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় সাতকানিয়া টু বাঁশখালী সড়কের ঢেমশা ইউনিয়ন পরিষদ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢেমশা ইউনিয়ন শাখার সভাপতি নেজাম উদ্দিন জামায়াতের নাম ভাঙ্গিয়ে কেউ কোন অপকর্মে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
প্রিন্সিপাল মুহাম্মদ জাবেদ বলেন, মাটি ও বালুখেকোদের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল ইসলাম, জামায়াত নেতা নজরুল ইসলাম, ডা. আবদুর রহিম ও মোহাম্মদ আলমগীর প্রমূখ।
এসময় ঢেমশা ইউনিয়নের নানা শ্রেণি-পেশার কয়েকশত মানুষ উপস্থিত থেকে মাটি ও বালু পাচার বন্ধ ও পাচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।