সাতকানিয়ায় ভ্রাম‌্যমান আদালত : অর্ধলক্ষ টাকা জরিমানা আদায়

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় জয়নুল আবেদীন আরফাত (৩০) নামে একজনকে টপসয়েল কাটার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং তা আদায় করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) আনুমানিক রাত সোয়া ১২টা থেকে রাত সাড়ে ৩ টা পর্যন্ত কেঁওচিয়া ইউনিয়নের বণিক পাড়া ও সত্যপীর মাজার এলাকায় এ আদালত পরিচালনা করা হয়।

অর্থদন্ডে দন্ডিত জয়নুল আবেদীন আরফাত সাতকানিয়া উপজেলার জনার কেঁওচিয়া জামাল মেম্বারের বাড়ীর মোহাম্মদুল হকের ছেলে।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। এসময় টপসয়েল কাটার অপরাধে জয়নুল আবেদীন আরফাতকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং তা আদায় করা হয়।

অভিযান পরিচালনায় সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

0Shares