
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও এওচিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শামসুল আলমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের শান্তির টেক এলাকায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. নুরুল আলমের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সেলিমুল ইসলাম।
বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা কৃষকদলের আহবায়ক হাফেজ আহমেদ, এওচিয়া ইউনিয়ন বিএনপি নেতা বশির আহমেদ চৌধুরী, এওচিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবদুল আওয়াল, শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ ছগির প্রমূখ।
0Shares