সাতকানিয়ায় বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী স্টেশনে সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা জহির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা স্বনির্ভর বাংলাদেশ গঠনে নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ছদাহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান মেম্বারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি হাজী সেলিমুল ইসলাম, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিম, যুগ্ম-সম্পাদক জামাল হোসেন, এরশাদুল হক চৌধুরী তসলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেসরকারি কারা-পরিদর্শক মোজাম্মেল হক, সহ-সভাপতি মোহাম্মদ শফি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদুল আলম, আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ, কৃষকদলের আহবায়ক হাফেজ আহমেদ, আবদুল কাইয়ুম, আবদুস ছফুর, বশির আহমেদ চৌধুরী, রাজিব চৌধুরী, নেজাম উদ্দিন প্রমূখ।

0Shares