
চট্টগ্রামের সাতকানিয়ায় পৌরসভা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সাতকানিয়ায় পৌরসভা এলাকার আশেকরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া পৌরসভা বিএনপি নেতা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য লোকমান হাকিম মানিক।
প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মো. শফি, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ মুছা, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক মিজান চৌধুরী, পৌরসভা কৃষক দলের সদস্য সচিব ছৈয়দ হোসেন, উত্তর সাতকানিয়া যুবদল সভাপতি ইফতেখার চৌধুরী, প্রবাসী বিএনপি নেতা এস এম ফরিদ, পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ রাসেল খান, জাহাঙ্গীর ও মোহাম্মদ ইসহাক প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশ, মাটি ও মানুষের রক্ষাকবচ। আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শেষে উপস্থিত দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।