
চট্টগ্রামের সাতকানিয়ায় ইটভাটাগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারী) সকালে উপজেলার কেঁওচিয়া ও ছদাহা ইউনিয়নে অবস্থিত ইটভাটাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের বৈধ লাইসেন্স না থাকায় NHB ও PBM ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা করে এবং 7BM ব্রিক ফিল্ডের দুইটি ইউনিটকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নিবাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান জানান, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পরিবেশের ক্ষতি রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।
0Shares




