সাতকানিয়ায় টপসয়েল ধ্বংসের বিরুদ্ধে গভীর রাতে যৌথ অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) ধ্বংসের বিরুদ্ধে গভীর রাতে যৌথ অভিযান পরিচালনা করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও সাতকানিয়া থানা পুলিশ।

রবিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২ টা থেকে ৪ টা পর্যন্ত উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানি ও পাঠানিপুল এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

এ সময় অভিযানে সহযোগিতা করেন, সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. পারভেজ ও সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত।

অভিযানে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা এক্সক্যাভেটর রেখে পালিয়ে যায়। পরে ১০টি এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ করে এক্সক্যাভেটরগুলো বিকল করে দেওয়া হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস জানান, এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। বালু ও মাটি পাচারকারী এবং প্রাকিৃতিক ভারসাম‌্য ধ্বংসকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবেনা।

0Shares