সাতকানিয়ায় ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল

চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার উদ্যোগে শীতার্ততের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার কেরানিহাটে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক মুজিবুর রহমানের অর্থায়নে দুস্থ ও নিম্নআয়ের মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

এ সময় বক্তাগণ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে আজকের এই শীতবস্ত্র বিতরণ। আগামী দিনগুলোতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে ছাত্রদল।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ উদ্দিন, জেলা ছাত্রদলের সংগঠক আনিসুল ইসলাম, সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা মো. ফরহাদ, আবদুল করিম, দক্ষিণ জেলা ছাত্রদলের সংগঠক জামশেদ আলম, ইদ্রিস ইমন, মো. আসিফ, মো. মহিউদ্দিন, মো. কাইছার, সাইফুল ইসলাম, জিসান প্রমুখ।

0Shares