সাতকানিয়ায় এক যুবককে দু’দফায় পিঠিয়ে রক্তাক্ত জখম

চট্টগ্রামের সাতকানিয়ায় রাস্তায় বালুর স্তুপ করে জনচলাচলে বিঘ্নতার ব‌্যাপারে ফেসবুকে স্টাটার্স দেওয়ায় আবুল কালাম সাদ্দাম (৩২) নামের এক যুবককে দু’দফায় পিঠিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে। এঘটনায় ওই যুবকের ভাই ও বাবাকেও আহত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ০২নং ওয়ার্ডের করাইয়ানগর গ্রামে। এ ব‌্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগি সাদ্দাম। তিনি ওই ইউনিয়নের বাহাদুর পাড়া এলাকার ফরিদুল আলমের ছেলে।

অভিযুক্তরা হলেন- সাতকানিয়া সদর ইউনিয়নের শুম্মা সিকদার পাড়ার রফিক মিস্ত্রির ছেলে মোঃ ভুট্টু প্রঃ মোটা ভুট্টু (৩৬), বাহাদুরপাড়ার মৃত আবদুল আজিজের ছেলে নেওয়াজ হোসেন নিশাত প্রঃ ইয়াবা নেওয়াজ (৩৮),  রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলাম (৩০), আলী আকবরের ছেলে জয়নাল (৪২) ও মোস্তাক আহমদের ছেলে মাঈন উদ্দিন (১৮), ছহরিবর পাড়ার মৃত রশিদ মিয়ার ছেলে কায়সার (৩০), পূর্ব মৌলভীপাড়ার মনির আহমদের ছেলে হুমায়ুন (৩০) এবং অজ্ঞাত ৭/৮ জন।

অভিযোগে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জনচলাচলের রাস্তায় বালুর স্তুপ করে ব‌্যবসা করে আসছিল। এতে জনদূর্ভোগের সৃষ্টি হওয়ায় আবুল কালাম সাদ্দাম তার ফেসবুক আইডি থেকে এব‌্যাপারে একটি পোস্ট দেন। এতে মোঃ ভুট্টু প্রঃ মোটা ভুট্টু ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সাদ্দামকে প্রথমে মারধর করে। পরে একই দিন বিকেল ৫টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোঃ ভুট্টু প্রঃ মোটা ভুট্টুসহ অন‌্যান‌্য অভিযুক্তরা আবুল কালাম সাদ্দামের উপর দ্বিতীয় দফায় হামলা করে। এসময় অভিযুক্তরা সাদ্দামকে পিঠিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে তাকে বাচাঁতে এগিয়ে এলে তার বাবা ফরিদুল আলম (৫৫) ও ছোট ভাই আবু তাহের (৩০)কেও মারধর করা হয়। তাদের আত্মচিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি বর্ষণ করে ঘটনাস্থল ত‌্যাগ করে।

পরবর্তীতে স্থানীয়রা তাদের আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব‌্যক্তি জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন খাল ও পাহাড়ী ছরা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব‌্যবসা করে আসছে।

এব‌্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, অভিযোগের ব‌্যাপারে আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হবে।

0Shares