সাতকানিয়ায় ইসলামী ছাত্রশিবিরের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

চট্টগ্রামের সাতকানিয়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেরানীহাট আদর্শ থানা শাখা। সংগঠনের ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্থানীয় কেরানীহাট বায়তুশ শরফ মসজিদের মাঠে অনুষ্ঠিত হয় এ ক্যম্পেইন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান।

তিনি বলেন- যা কিছু সত‌্য, সুন্দর আর কল‌্যাণকর তার সাথেই ইসলামী ছাত্রশিবির। প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রশিবির সুন্দর আর কল‌্যাণকর কর্মসূচির মাধ‌্যমে এদেশের ছাত্র সমাজের আস্থা এবং বিশ্বাসের নাম হয়ে উঠেছে। সন্ত্রাস আর নৈরাজ‌্যের বিপরীতে ছাত্রশিবির মেধা, সততা আর যোগ‌্যতা দিয়ে দেশের সর্বস্তরের মানুষের নির্ভরতার ঠিকানায় পরিণত হয়েছে।

কেরানীহাট আদর্শ থানা শাখা সভাপতি হাবিবুল্লাহ ফয়সালের সভাপতিত্বে ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক কেন্দ্রীয় আহবায়ক মাওলানা তৈয়ব হোসেন, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলা অফিস সম্পাদক জিল্লুর রহমান ও সাহিত্য সম্পাদক ইয়াছিন আরফাত প্রমূখ।

ক্যাম্পেইনে ৪৫০ জনের অধিক শিক্ষার্থী ও জনসাধারণ তাদের ব্লাড গ্রুপ নির্ণয় করেন।

0Shares