
চট্টগ্রামের সাতকানিয়ায় ৬ শত পিচ ইয়াবাসহ মো. সোহাগ (৩৮) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (২৩ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে সাতকানিয়া থানার এসআই (নিরস্ত্র) মং থোয়াই সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাটের উত্তর পাশের খুনি বটতল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ৬শত পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. সোহাগ নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াছবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়নল গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সাতকানিয়া থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। কোনো অবস্থাতেই মাদকের বিষয়ে শৈথিল্য প্রদর্শণ করা হবে না।
0Shares