
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর ত্রি-বার্ষিক ২০২৫ নির্বাচনে সভাপতি সাদাকাত আলী খান এবং সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনসহ মোট পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ নির্বাচনে মোট পাঁচটি পদের বিপরীতে গত ৩১ জুলাই ছয়জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। পরবর্তীতে ২ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ওমর ফারুকের কাছে পাঁচটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
সোমবার (০৩ আগস্ট) যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে সভাপতি পদে সাদাকাত আলী খান (দৈনিক নয়াদিগন্ত), সহ-সভাপতি ফারুক হোসেন (এনটিভি), সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন (দৈনিক আমার দেশ), সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খান (দৈনিক আমার দেশ) এবং অর্থ সম্পাদক এম এ সালাম (দৈনিক বাংলাদেশের খবর) মনোনয়ন বৈধ ঘোষিত হয়।
মঙ্গলবার (০৪ আগস্ট) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ওমর ফারুক পাঁচটি পদে উল্লিখিত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।