
‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ এপ্রিল) সকালে শোভাযাত্রা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী।
আলোচনা সভা বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রবিউল ইসলাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, সাংবাদিক শফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শাহজাহান আলী।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ও সেবাকর্মীরা উপস্থিত ছিলেন।
0Shares