
টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঘাটাইল উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে উপজেলার প্রায় ৬০-৬৫টি বিদ্যালয়ের প্রায় আট শতাধিক শিক্ষার্থী, পরিচালক ও শিক্ষক অংশ নেন। অংশগ্রহণকারীরা ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয়’-লেখা ফেস্টুন ও ব্যানার নিয়ে স্লোগান দেন।
এ সময় বক্তব্য রাখেন কিন্ডারগার্ডেন এসোসিয়েশন উপজেলা সভাপতি এস এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, সহ-সভাপতি মোঃ শাকের আহমেদ ও মোহাম্মদ মেহেদী হাসান খান, কোষাধক্ষ্য শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাহমুদ হেলাল উদ্দিন, কার্যকরী সদস্য কবির হোসাইন, সদস্য শওকত আলী খান প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার একটি পরিপত্র জারি করে, যেখানে কিন্ডারগার্টেন ও সমমানের স্কুলগুলোকে বাদ দেওয়া হয়েছে। এতে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অথচ দেশের প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী কিন্ডারগার্টেন স্কুলে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছে।
তারা বলেন, ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে, কিন্তু এখন তাদের বৈষম্যের শিকার হতে হচ্ছে।
বক্তারা উল্লেখ করেন, সারাদেশে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে প্রায় ১২ লাখ শিক্ষিত মানুষের কর্মসংস্থান হয়েছে। তারা শিক্ষানীতি অনুসারে সকল শিক্ষার্থীর সমান অধিকার নিশ্চিত করতে পরিপত্রটি প্রত্যাহার ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ একই দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়। স্মারকলিপিটি উপজেলা প্রশাসনের কার্যালয়ে জমা দেন।