
চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মসজিদে নামাজ পড়তে এসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি লাশ দেখতে পান। সাথে সাথে লাশটি উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ধরণা করা হচ্ছে- রাতে গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত এক চিকিৎসক জানিয়েছেন, ভোরে কয়েকজন ব্যক্তি একটি লাশ নিয়ে আসে। বর্তমানে লাশটি ট্রমা সেন্টারে রয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ মাহাবুব আলম বলেন, ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
0Shares