লোহাগাড়ায় জাল টাকার নোটসহ গ্রেফতার ১

চট্টগ্রামের লোহাগাড়ায় জাল টাকার নোটসহ শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৫০০ টাকার ১০টি ও ১ হাজার টাকার ৬টি জাল নোট উদ্ধার করা হয়।

রবিবার (০২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া বাজারে সেনাবাহিনী ও লোহাগাড়া থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহ আলম লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব হাজারবিঘা এলাকার ফেরদৌস আহমদের ছেলে।

পুলিশ জানায়, শাহ আলম ও তার স্ত্রী জান্নাত আরা জাল নোটের ব্যবসায় জড়িত। ২০২৩ সালে তারা জাল নোটসহ গ্রেফতার হয়েছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শাহ আলমের নামে থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

0Shares