
বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে ঝটিকা মশাল মিছিল বের করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় এই মশাল মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জানা যায়, শুক্রবার গভীর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিনের নেতৃত্বে মশাল মিছিল বের করে। মিছিলে জামায়াত-বিএনপি ও অর্ন্তবর্তী সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেওয়া হয়।
এদিকে আওয়ামী লীগের এই মশাল মিছিল নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে প্রশাসন। খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে নেতাকর্মীরা গভীর রাতে রাবার বাগানের পাহাড়ে গা ঢাকা দেয়। গ্রেফতার এড়াতে তারা পলাতক রয়েছেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ অভিযান চালিয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় অভিযান চলমান রয়েছে।