লামায় ইটভাটায় প্রশাসনের অভিযানে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড

বান্দরবানের লামা উপজেলায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ১০ লক্ষ টাকা অর্থদণ্ডারোপ করেছে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান।

বুধবার (২৮ জানুয়ারী) লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ফাইতং ইউনিয়নের MHB ব্রিকস, FAC ব্রিকস, SBW ব্রিকস, 3BM ব্রিকস ও MMB ব্রিকস নামক অবৈধ ইটভাটা ৫ টিতে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান এর সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।

মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ধারা ৫ (১) ও ১৫ (১) অনুযায়ী ০২ (দুই) লক্ষ টাকা করে মোট ১০ দশ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লামা উপজেলা প্রশাসন, ফাইতং পুলিশ ফাঁড়ি, উপজেলা আনসার সদস্যগণ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ৷

লামা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, বান্দরবান জেলা প্রশাসক স্যারের নির্দেশানায় ফাইতং এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৬ ধারা অনুযায়ী ৫ ইট ভাটায় ১০ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

0Shares