
বান্দরবানের “লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ” এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টায় মধুঝিরি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া সাধারণ সভায় সমিতির প্রায় ৪ হাজার নারী ও পুরুষ সদস্য অংশ নেয়।
মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মাস্টার আব্দুর শুক্কুর এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সিইও এম জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তন ডিরেক্টর নুর মোহাম্মদ, সমীরণ কান্তি দাশ, জেলা ব্যবস্থাপক কালব, মোহাম্মদ ইয়াহিয়া, সাবেক সভাপতি ও ইসলামী শরীয়াহ বোর্ডের সদস্য সচিব মাও: মোহাম্মদ আজিজুল হক, শরীয়াহ বোর্ড সদস্য মাও: জহুরুল হক, শরীয়াহ বোর্ডের সাবেক সভাপতি ডা: মো. জাহাঙ্গির আলম, মাস্টার হাবিবুর রহমান, সেক্রেটারী মৌচাক। মৌচাকের ব্যবস্থাপনা পরিষদ, মৌচাকের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
সাধারণ সভায় উপস্থিতিদের স্বাক্ষর গ্রহণ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, অতিথিদের আসন গ্রহণ, ধর্মীয় গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্য, বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারী হাবিবুর রহমান। ২০২৩-২৪ অর্থ বছরের নিরীক্ষিত আয়-ব্যয় হিসাব অনুমোদন, লভ্যাংশ বন্টন প্রস্তাব অনুমোদন, ২০২৩-২০২৪অর্থ বছরের সম্পূরক বাজেট, ২০২৪-২০২৫, ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।
সূত্র জানায়, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ১৯৯২ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে প্রতিষ্ঠানের সাধারণ সদস্য সংখ্যা প্রায় ১৩ হাজার (সাধারণ ও শিশু সদস্য) নিয়ে। এই প্রতিষ্ঠানের বর্তমান মূলধন প্রায় ৬০ কোটি টাকা চলমান।
অনুষ্ঠানে র্যাফেল ড্র এ ১২৩ জন ভাগ্যবান বিজয়ী পুরষ্কার জিতে নেন এবং নিয়মিত সাধারণ ও শিশু সদস্যদের ১০ জনকে পুরষ্কার দেওয়া হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সিইও জয়নাল আবেদীন জানান, “টেকসই ক্রেডিট ইউনিয়ন” এই স্বপ্ন নিয়ে ‘সদস্যদের জীবনমান উন্নয়নের জন্য গুনগত সেবা নিশ্চিত করন’ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে মৌচাক। মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আজকের এই সফলতার অংশীদার সংস্থাটির সকল সাধারণ সদস্য, পরিচালনা কমিটি ও কর্মকর্তা কর্মচারীরা।