
লক্ষ্মীপুরের কমলনগরে উপসহকারী কৃষি কর্মকর্তা আসিফ রেজাকে স্ত্রীর করা যৌতুক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদরের আদালতের বিচারক হাকিম আবু সুফিয়ান নোমান এ আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আসিফ রেজা হাজিরহাট ইউনিয়নের এক গৃহবধূকে কৃষাণী গ্রুপের সভাপতি নির্বাচিত করেন। এরপর থেকে ওই গৃহবধূর বাড়িতে আসা-যাওয়ার সুবাদে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
এদিকে কৃষি কর্মকর্তা আসিফের স্ত্রী ও এক সন্তান রয়েছে। অন্যদিকে ওই গৃহবধূর ম্যাটসে পড়ুয়া এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর কৃষি কর্মকর্তা ওই গৃহবধূকে ১৫ লাখ টাকা দেনমোহরে আদালতের মাধ্যমে বিয়ে করে লক্ষ্মীপুরে ভাড়া বাসায় রাখেন এবং তিনি রায়পুর উপজেলায় বদলি হয়ে যান। এরই মধ্যে তার প্রথম স্ত্রী এসব তথ্য জেনে গেলে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পরে আসিফ তার প্রথম স্ত্রীর কাছে চলে যান এবং দ্বিতীয় স্ত্রীকে যোগাযোগ বিচ্ছিন্নের হুমকি দিয়ে ৫ লাখ টাকা দাবি করে। পরে দ্বিতীয় স্ত্রী চলতি বছরের ২৮ জানুয়ারি জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুরের আদালতে যৌতুক আইনে মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ মোরশেদ আলম শিপন বলেন, আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি।
রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেন, আমি অফিসে শুনেছি এবং জেলা ও বিভাগীয় অফিস তথ্য দিয়ে রেখেছি।