
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলা ও পৌরসভা ঐক্যবদ্ধ তৃণমূল মহিলা দলের ব্যানারে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন।
প্রধান বক্তা ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হক জয়, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারী এবং বিএনপি নেতা ভিপি ইসমাইল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাওলানা সাইফুল ইসলাম দোয়া পরিচালনা করেন। এতে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।




