
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এসএসসি’তে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিয়ম চাকমা ২৬ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও ভর্তি সহায়তা তুলে দেন।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটি খাগড়াছড়ির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফোরকান হাওলাদার।
এসময় প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিয়ম চাকমা বলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ জেলার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে। সমতলের সাথে তাল মিলিয়ে পাহাড়ের শিক্ষার্থীরাও যেন এগিয়ে যেতে পারে এটাই আমাদের একমাত্র মূল লক্ষ্য।
শেষে এসএসসি’তে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে ভর্তি সহায়তা ও ক্রেস্ট হাতে তুলে দেওয়া হয়।