রাণীশংকৈলে সোনার পুতুলসহ প্রতারক চক্রের ৫ সদস‌্য আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের কোচল এলাকায় অভিযান পরিচালনা করে সোনার পুতুল সহ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনালি রং করা ৫টি পুতুল ও বেশ কয়েকটি বিদেশি কয়েন জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে রাশেদুল ইসলাম, শফিক আল মামুন, মজিবরের ছেলে এছাব্বর আলী। একই উপজেলার গড়ের পাড়া এলাকার তাজউদ্দীনের ছেলে মানিক মিয়া, ছয়ঘরিয়া এলাকার মমতাজের ছেলে ফরহাদ হোসেন।

রাণীশংকৈল থানার সেকেন্ড অফিসার এসআই রহমাতুল্লাহ রনি তালাশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনার পুতুল সহ প্রতারক চক্রের ৫সদস্যকে আটক করা হয়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আশেদুল হক বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। স্বর্ণের পুতুল প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য অনেক দিন থেকেই পরিকল্পনা করা হচ্ছে। এবার তাদের হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হলো।

0Shares