রাণীশংকৈলে থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রাণীশংকৈল থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে আয়োজিত এই ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ কুমার দাস।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ আরশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী, রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি নূর নবী, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, রাণীশংকৈল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মোঃ মামুনুর রশিদ মামুন, গণআধিকার পরিষদের রাণীশংকৈল উপজেলা সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জাফর আলী ও রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ কুমার দাস বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকবিরোধী, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোরগ্যাং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক কারবারি ও সেবনকারীদের তথ্য দেয়ার জন্য তিনি আহ্বান জানান।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি-সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন।

0Shares