রাজারহাটে জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রাম জেলার রাজারহাটে জমিজমা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলেই বেলাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টোঙ্গারকুটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল গফুরের বড় ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোক বিরাজ করছে।

বেলাল হোসেনের চাচাতো ভাই আব্দুল মালেক জানান, সোমবার সকাল ৯টার দিকে বেলাল হোসেন তার পূর্ব থেকে ভোগ দখলীকৃত জমিতে চাষাবাদ করার উদ্দেশ্যে যান। বেলাল জমিতে যাওয়ার খবর পেয়ে তার জমি দখল করার জন্য আব্দুল জব্বার ওরফে টাংরুর ছেলে মাইদুল, সুজন, ফারুক, সাইদুল তার দলবল নিয়ে বেলালের উপর আক্রমণ করে। এক পর্যায়ে তারা বেলালের উপর লাঠি সহ দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। এসময় বেলাল হোসেন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

জানা গেছে, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হবার পাশাপাশি উভয় পক্ষের আরও ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তছলিম উদ্দিন বলেন, জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার এজাহার দাখিল করলে মামলার প্রক্রিয়া চুড়ান্ত করা হবে।

0Shares