রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: আনোয়ারুল আলম চৌধুরী

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, রমজান পুরো মাসে মুসলমানদের রোযা রাখা ফরয করা হয়। রমজানে বদর যুদ্ধ সহ অসংখ্য যুদ্ধে মুসলমানদের বিজয় এ পবিত্র মাসকে আরও অর্থবহ করে তুলেছে। সবদিক বিবেচনায় পবিত্র রমজান মাসকে পালন করা হয়। তাই রমজানের পবিত্র রক্ষার্থে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখা, দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখা, অশ্লীলতা-বেহায়াপনা থেকে বিরত থাকা এবং নিজেদের আত্মশুদ্ধির জন্য কাজ করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

জুমাবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে অনুষ্ঠিত গণমিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে অন‌্যান‌্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কালাম।

এদিকে জেলা আমীরের নেতৃত্বে সাতকানিয়া উপজেলায়ও মাহে রমজানকে স্বাগত জানিয়ে একটি র‌্যালী বের করা হয়।

এতে জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈন, পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, সাবেক পৌরসভা আমীর এম. ওয়াজেদ আলী সহ উপজেলা ও পৌরসভা জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares