যাত্রাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযানে আটক ১১ নারী-পুরুষ

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ নারী ও একজন পুরুষকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারী) রাতে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে পপুলার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, যাত্রাবাড়ী আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। সে মোতাবেক সোমবার পপুলার হোটেলে অভিযান চালিয়ে ১১ নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দেওয়া হয়েছে।

0Shares