
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ‘জুমাতুল বিদা’ উপলক্ষে রাজধানীর বিভিন্ন মসজিদে মুসলিম উম্মাহর সমৃদ্ধি, ঐক্য ও মুক্তি কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) জুমাতুল বিদার নামাজে অংশ নিতে সকাল থেকেই মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে।
এদিন, জুমার নামাজের আগে রমজানের তাৎপর্য ও জুমাতুল বিদার ফজিলত ও রমজানের শেষ দিনগুলোর গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি বেশি করে ইবাদত-বন্দেগি করার আহ্বান জানানো হয়।
জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের জন্য বিশেষ দোয়াও করা হয়।
জুমাতুল বিদা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
রমজানের শেষ শুক্রবারকে ইসলামে বিশেষ মর্যাদা দেওয়া হয়। এই দিনে নবি মুহাম্মদ (সা.) তার শেষ জীবনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন, যা উম্মাহর জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শেষ জুমা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। একই সঙ্গে এ দিনকে আল কুদস দিবস হিসেবেও অভিহিত করা হয়।
ইসলামী চিন্তাবিদদের মতে, রমজান মাসের সর্বোত্তম বা উৎকৃষ্ট দিবস হলো জুম্মাতুল বিদা (শেষ জুম্মা)। রমজান মাসের শেষ শুক্রবার অথবা শেষ জুমাবারের দিন জুমাতুল বিদা হিসেবে মুসলিম বিশ্বে পরিচিত। তাই মুসলিম উম্মাহর কাছে রমজানের এ দিনটির গুরুত্ব অপরিসীম।