মিরসরাইয়ে যুবদল নেতা নিহতের ঘটনায় ৪ জন কারাগারে

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহতের মামলায় চরজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান (৩৭), মো. নাজমুস সাকিব মারুফ (২২), মো. শাহ আলম (৪৭) ও মো. আরমান (২৬)।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে নিহতের স্ত্রীর বড় ভাই আরাফাত হোসেন (২৩) বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মিরসরাই থানায় একটি হত‌্যা মামলা দায়ের করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ (মঙ্গলবার) দুপুরে ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (১৩ জানুয়ারী) রাতে মিরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিএনপির দুই পক্ষের সংঘর্ষে জাহেদ হোসেন মুন্না (২০) নিহত হন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন।

0Shares