ময়মনসিংহে বন্ধুকে খুন করে থানায় আত্মসমর্পণ

অভিযুক্ত অনিক মন্ডল (কালো রঙের টিশার্ট) ও নিহত ফাহিম

ময়মনসিংহের ত্রিশালের নজরুল একাডেমি মাঠে বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন অনিক মন্ডল (২২) নামে এক যুবক। এ ঘটনায় স্থানীয়দের মধ‍্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে হত‍্যাকাণ্ডের আধাঘন্টার মধ‍্যে ঘাতক অনিক মন্ডল রক্তাক্ত কুড়ালসহ থানায় আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ রোমহর্ষক হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার বাদলের ছেলে। তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন।

অপরদিকে ঘাতক অনিক মন্ডল টাঙ্গাইলে একটি কলেজে অনার্স পড়ুয়া শিক্ষার্থী। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

তবে ঠিক কি কারনে মুনতাসির ফাহিমকে খুন করা হয়েছে তা এখনো জানা যায় নি। যদিও ঘাতক অনিক মন্ডল পুলিশকে জানিয়েছেন মুনতাসির ফাহিম তার খুব বেশি ক্ষতি করে ফেলেছে, তাই তাকে খুন করা হয়েছে।

এবিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনসুরুল আলম বলেন, হত‍্যাকাণ্ডের পর হাতে রক্তাক্ত কুড়ালসহ থানায় এসে ঘটনার বর্ণনা করেছেন ঘাতক অনিক মন্ডল। এ সময় অনিক জানিয়েছে নিহত ফাহিম তার অনেক ক্ষতি করেছেন। এ কারণে শত্রুতায় তিনি ফাহিমকে খুন করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এরই মধ্যে লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

0Shares