ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ময়মনসিংহের ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে স্টার ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে সর্বস্তরের জনসাধরণ অংশগ্রহন করে।

এসময় বক্তারা বলেন- শিশু ধর্ষণের মত জঘন্য অপরাধীকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরন ও বাদীর পরিবারের সুরক্ষা দাবি করেন তারা। মানববন্ধন শেষে ধর্ষকের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় তেঁতুল খাওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশু তুবা’কে ধর্ষণ করে স্থানীয় আনারুল ইসলাম। পরে এলাকাবাসী ধর্ষণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনাটি ধামাচাপা দিতে ধর্ষককে গণধোলাইয়ের অভিযোগে বাদীর পরিবারকে উল্টো মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে জানান তারা।

0Shares