ভারতে নীল ছবির শুটিংস্পট থেকে বাংলাদেশি নারী গ্রেফতার

ভারতের গুয়াহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেলে নীল ছবির শুটিংস্পট থেকে দুই পুরুষসহ বাংলাদেশি এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- দেশটির আসাম রাজ‌্যের বাসিন্দা শফিকুল ও জাহাঙ্গীর এবং বাংলাদেশি নারী মীন আখতার।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হোটেলে রুম বুক করে সেখানে অশ্লীল ভিডিও তৈরি করার পরিকল্পনা করছিলেন। পুলিশ জানিয়েছে, তাদের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই সন্দেহ ছিল এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তারা তদন্ত শুরু করে।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, মীন আখতার বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তিনি চাকরির অজুহাতে ভারতে আসেন, কিন্তু পরে তার অনুপ্রবেশের বিষয়ে তদন্তের মাধ্যমে তা পরিষ্কার হয়।

পুলিশ আরও জানিয়েছে, এই গ্রেফতারের পর তারা বৃহত্তর অপরাধী নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কের সম্ভাবনা খতিয়ে দেখছে। এখন পর্যন্ত পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত আর কোনো অপরাধী বা চক্রের তথ্য পায়নি, তবে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং তাদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে।

এ ঘটনায় গুয়াহাটি পুলিশ জানায়, তারা এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করবে এবং অন্য অঞ্চলেও এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে প্রশাসনকে সহায়তা করবে।

0Shares