
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মলদ্বারে ইয়াবা ঢুকিয়ে পাচার করতে গিয়ে নুর আহমদ (৩০) নামের এক বিএনপি নেতা আটক হয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ড- বিজিবি’র সদস্যদের হাতে।
শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ শামলাপুর ইমামের ডেইল চেক পোস্টে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক নূর আহমেদ টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। গাড়ির যাত্রী নুর আহমদকে সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে স্বীকার করে তার মলদ্বারে ইয়াবা রয়েছে। পরবর্তীতে শরীর তল্লাশি করে দুটি কালো রঙের বায়ুবিরোধী প্যাকেট উদ্ধার করা হয়, যার ভেতরে পাওয়া যায় দুই হাজার ইয়াবা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নুর আহমদ স্বীকার করেন, তিনি ইয়াবাগুলো টেকনাফ থেকে কিনে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
আটক আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি)।