বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়

কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখা।

শ্রুক্রবার (১৮ এপ্রিল) সকালে বান্দরবান প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলার আমির এস এম আবদুস ছালাম আজাদ।

মতবিনিময়ে জেলা নায়েবে আমির মুহাম্মদ আবুল কালাম, সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনএ জাকিরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আবদুস ছালাম আজাদ বলেন, একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামীর বিভিন্ন সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করতে দেয়নি।

তিনি বলেন, আগামী শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বান্দরবান রাজারমাঠে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে, আর এ সমাবেশ সুন্দরভাবে সম্পন্ন করতে সাংবাদিক সমাজের দায়িত্ব অপরিসীম।

তিনি জানান, কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী আমীর আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমানসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সবাইকে দলেদলে সমাবেশে যোগ দিতে আহবান জানান জেলা আমীর এস এম আবদুস ছালাম আজাদ।

0Shares