
বান্দরবান পৌরসভার আয়োজনে মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘পৌর প্রতিভা’ কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
শনিবার (২৯ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বান্দরবান পৌরসভার প্রশাসক এসএম মঞ্জুরুল হক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনীয়া চার্কমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সহকারী কমিশনার জয়া দত্ত, পৌরসভার নির্বাহী ফয়েজুর রহমান, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এই ধরণের আয়োজন শিক্ষার্থী এবং অভিভাবকদের বেশি উৎসহ সৃষ্টি করবে। পাশাপাশি আগামীদিনে বান্দরবানে মেধাবৃত্তি সংখ্যা বাড়বে।
বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক আগামীতে মেধাবৃত্তি শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত গরীব ও অসহায় শিক্ষার্থীদের পৌরসভার পক্ষ থেকে মাসিক শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষনা দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালে পরীক্ষাথী ছিল দুই হাজার রেজাল্ট দেওয়া অল্প কম সময়ে মধ্যে এবং ১২ ঘন্টায় খাতা দেখে ফাইনাল রেজাল্ট দেওয়া এক মাত্র বান্দরবান পৌরসভারই পেরেছেন। ‘পৌর প্রতিভা’ মেধাবী কৃতি ৪৪/৬৪ জন শিক্ষার্থীর মাঝে প্রাইজবন্ড, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।




