
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে সিএনজি, ইজি বাইক, অটো রিকশা ও টমটম চালকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯ টায় হাসপাতালের কনফারেন্স কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরানগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতাল পরিচালনা পরিষদ সদস্য ও শেয়ার হোল্ডার মুজিবুর রহমান সিকদার, জিয়াউল ইসলাম চৌধুরী এবং নুরুল আমিন।
হাসপাতালের শেয়ার হোল্ডার এবং চট্ট টিভির সিইও মোঃ শাহাবুদ্দিন এর সঞ্চালনায় এতে হাসপাতালের বিভিন্ন কার্যক্রমের তথ্য সংক্রান্ত বক্তব্য উপস্থাপন করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের একাউন্টস এন্ড ফাইনান্স ডিরেক্টর আবদুর রহিম।
সভায় চালকদের মধ্য থেকেও কয়েক জন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বক্অতাগণ বলেন, অসুস্থ ও দুর্ঘটনায় আহত মানুষের মানবিক সেবায় চালকদের এবং হাসপাতালের জনশক্তির যে নৈতিক, দায়িত্বশীল ও পরকালীন জীবনের বিনিময় অর্জনের মোক্ষম সুযোগ আছে এবং এটি অনেক বড় ইবাদাত।