বাংলাদেশ স্কাউটস বান্দরবান জেলা রোভারের কমিটি গঠিত

বাংলাদেশ রোভার স্কাউটস বান্দরবান জেলার  ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনিকে পদাধিকার বলে সভাপতি ও বান্দরবান সরকারী কলেজের গ্রুপ লিডার ওয়েসিং মং চৌধুরীকে সাধারন সম্পাদক মেঘলা মুক্ত গ্রুপ স্কাউটস এর সম্পাদক আবুল বশর ছিদ্দিকীকে কোষাধ্যক্ষ করে একটি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, কমিশনার বান্দরবান সরকারী কলেজ অধ্যক্ষ নুরুল আবছার চৌধুরী সহ-সভাপতি যথাক্রমে লামা সরকারী মাতামুহুরী কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, রোয়াংছড়ি সরকারী কলেজের অধ্যক্ষ জেরী রোয়াল থাংলিয়ান রুইতিং, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বদরুল হক, নীলাচল মুক্ত রোভার গ্রুপের আব্দুল মোমেন চৌধুরী যুগ্ন সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, রোভার স্কাউট লীডার প্রতিনিধি উহাইসিং মার্মা, মোহাম্মদ শহিদুল হক গ্রুপ কমিটির সভাপতি ধমনিক ত্রিপুরা ও এডভোকেট মো: আবু তালেব।

0Shares