
ফিলিস্তিনের গাজা ও রাফায় নির্বিচারে হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। এই হামলা থেকে বাঁচতে পারছে না নিষ্পাপ শিশু ও নারীরাও।
এ নৃশংসতার প্রতিবাদে সোমবার (০৭ এপ্রিল) বাংলাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। রাজনৈতিক দলগুলোও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।
এদিন দুপুর ১২টায় ইজরাইলি বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলা ও মহানগরের এনসিপি নেতারা।
এসময় এনসিপির সাথে সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে যোগদান করে- ইসরাইলের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইহুদিদের দালালরা হুঁশিয়ার সাবধান। নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে সহ নানা শ্লোগান দেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান বলেন, ইসরাইলের সন্ত্রাসীরা গাজায় নির্বিচারে হত্যা করছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর কাছে দাবি করছি, দ্রুত সময়ের মধ্যে জাতিসংঘের কাছে ফিলিস্তিনদের রক্ষায় কার্যকর ভূমিকা পালন করুন।
তিনি আরো বলেন, সারাবিশ্বের মুসলমানদের ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এনসিপির বিক্ষোভ মিছিলটি কুমিল্লা কান্দিরপাড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় কুমিল্লা মহানগরীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হাসান, নাগরিক কমিটির নেতা এস বি জুয়েল, মাসুমূল বারি কাউসার, জায়েদ, রুবেল, লতা সরকার, ইম্পা, অনন্যা, রাসেলসহ সাধারণ শিক্ষার্থী এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।