
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মিলন (২৬) ও তার সহযোগি রবিউল ইসলাম (৩৪) এবং সোহেল শেখের (৩৩) নামে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ মার্চ) রাতে ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে মিলনসহ তার দুই সহযোগীকে আসামি করে মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত আব্দুল্লাহ্ আল মিলন পৌর এলাকার কলেজ রোডের বাসিন্দা। ভুক্তভোগী ওই শিক্ষার্থী পৌর এলাকার বাসিন্দা ও আলফাডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার কার্যক্রম চলছিল। কিন্তু অভিযুক্ত মিলন ওই ছাত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি দিয়ে বিয়েতে বাধা সৃষ্টি করলে এক পর্যায়ে প্রেমিকের সাথে বিরোধ সৃষ্টি হয় ছাত্রীর।
পরে এক সালিশ বৈঠকে ওই প্রেমিকের নিকট থেকে ছাত্রদল নেতা মিলনের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার কথা হয়। মিলন বৃহস্পতিবার দুপুরে ওই তরুণীকে তার বাড়িতে গিয়ে টাকাগুলো আনতে বলে। টাকা আনতে গেলে মিলন ওই ছাত্রীকে বসতঘরের ভেতর নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা চালায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন।
অভিযুক্ত আব্দুল্লাহ আল মিলন বলেন, রাজনৈতিকভাবে হেয় করার জন্য প্রতিপক্ষ আমাকে ফাঁসিয়েছে।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশীদ বলেন, এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগের ভিত্তিতে আব্দুল্লাহ আল মিলনসহ তার দুই সহযোগীর নামে থানায় মামলা রুজু করা হয়েছে।