পিরোজপুরে সরকারি কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাদের সরব উপস্থিতি!

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামীপন্থি ও পদধারী- চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে চলছে সরকারি বিভিন্ন কর্মসূচি। এ নিয়ে রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেও চলছে নানা গুঞ্জন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মুখে উপজেলা প্রশাসন একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সভায় অংশগ্রহণ করেন, দেউলবাড়ি দোবরা ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক এফএম রফিকুল আলম বাবুল, মালিখালী ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন দাড়িয়া বাবলু, মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু, শ্রীরামকাঠি ইউনিয়নের ইউপি সদস্য মনোজ কান্তি মন্ডল, সদর ইউনিয়নের ইউপি সদস্য আলমগীর হোসেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান বলেন, বিষয়টি আমারও দৃষ্টিগোচর হয়েছে। প্রশাসনের মধ্যে এখনও আ.লীগের দোসর রয়েছে। সরকারকে বেকায়দায় ফেলার জন্য তারা ঠিকমতো কাজ করছে না।

নাজিরপুর উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় উপজেলা প্রশাসন ভেঙ্গে নতুনভাবে সাজিয়েছে, আমাদের এখানে এখনও পুরোনো সেটাপ রয়ে গেছে। বিএনপি-জামায়াত এবং ছাত্র-জনতাকে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংযুক্ত রাখেন না।

নাজিরপুর থানার ওসি মাহামুদ আল ফরিদ ভূইয়া বলেন, আমরা মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহকে তার মোবাইল ফোনে বারবার কল করলেও ফোন রিসিভ হয়নি। পরে মেসেজ দিলেও কোনো উত্তর দেন নি।

0Shares