পারভেজ হত্যা মামলার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় সাহাপাড়া ইউনিয়নের এরশাদ হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। মেহেরাজ ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

মেহেরাজ ইসলাম প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের ছাত্র এবং ঢাকার বনানী মহাখালী এলাকার বাসিন্দা। র‌্যাবের গোপন সূত্রের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। পরে তাকে কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত শনিবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সামনে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাতের জেরে পারভেজ নিহত হন। ঘটনার পরদিন পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ করা হয়।

এরই ধারাবাহিকতায় গত রবিবার (২১ এপ্রিল) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন মঙ্গলবার (২৩ এপ্রিল) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার যুগ্ম সদস্যসচিব হৃদয় মিয়াজিকেও আটক করা হয়। এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যাদের সাত দিনের রিমান্ডে আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব ও পুলিশের যৌথ তদন্ত দল ঘটনার সকল দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

0Shares