পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট সাবেক সংসদ সদস‌্য নদভী

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস‌্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছেন আদালত।

রবিবার (১২ জানুয়ারি) সকালে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।

এদিন সকালে কড়া নিরাপত্তায় আটটায় আবু রেজা নদভীকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকার উত্তরা এলাকা থেকে নদভীকে আটক করে ঢাকার একটি মামলায় গ্রেফতার দেখায়। পরে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় দায়ের করা ৫ মামলায় নদভীকে রবিবার আদালতে হাজির করা হয়।

চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক হাবিবুর রহমান বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকা কারাগার থেকে আবু রেজা নদভীকে চট্টগ্রামে আনা হয়। সকালে আদালতে হাজির করা হয়েছিল। আদালত শুনানি শেষে তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

0Shares