পবিত্র কোরআনে হাত রেখে মেয়রের শপথ নিলেন মামদানি

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শপথ গ্রহণ করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী সিটি হল মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানে পবিত্র কোরআন হাতে মেয়রের শপথ নেন মামদানি। তাকে শপথবাক্য পাঠ করান নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। মামদানির স্ত্রী রামা দুয়াজি এ সময় তার সঙ্গে ছিলেন।

শুক্রবার (০২ জানুয়ারী) থেকে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব পালন করবেন তিনি।

সংবাদমাধ্যমে প্রকাশিত তার শপথ গ্রহণের ছবিতে দেখা যায়- মঞ্চে মাইকের সামনে দাঁড়িয়ে আছেন মামদানি। তার ডানদিকে কোরআন হাতে দাঁড়িয়ে আছেন তার স্ত্রী রামা দুয়াজি এবং বাম দিকে শপথের লিখিত অনুলিপি হাতে দাঁড়িয়েছেন লেটিশিয়া জেমস এবং মামদানির ডান হাত কোরআন স্পর্শ করে আছে।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রধান শহর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হন জোহরান মামদানি। এর মাধ্যমে শহরটির ইতিহাসের দু’টি নতুন অধ্যায় সংযোজিত হয়। প্রথম- মুসলিম প্রার্থী হিসেবে মামদানিই প্রথম নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন এবং দ্বিতীয়- সবচেয়ে কমবয়সী প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে জয় পেয়েছেন তিনি। মামদানির বর্তমান বয়স ৩৪ বছর।

যুক্তরাষ্ট্রের সংস্কৃতিতে, প্রেসিডেন্ট-মন্ত্রী কিংবা মেয়র পদে নির্বাচিতদের শপথগ্রহণের সময় নিজ নিজ ধর্মের প্রধান গ্রন্থ হাতে নেওয়ার রীতি আছে। মামদানির পূর্বে যারা মেয়র নির্বাচিত হয়েছিলেন, তারা সবাই ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। তাই প্রচলিত রীতি মেনে তারা বাইবেল হাতে শপথ গ্রহণ করেছিলেন। যেহেতু মামদানি মুসলিম, তাই পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ তিনি।

0Shares