“ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তৃণমূল নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে”

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। সকলকে সতর্ক থাকতে হবে। আগামী সংসদে ইসলাম প্রিয়দের নেতৃত্ব দেখতে চায় দেশের আপামর জনতা। দেশে ইসলমী হুকুমত প্রতিষ্ঠার দাবিতে গণজাগরণ সৃষ্টি হয়েছে। দেশের মানুষ চায় ন্যায় ও ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র। জামায়াতে ইসলামীও ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর তৃণমূল নেতৃবৃন্দকে মাঠে-ময়দানে ভূমিকা রাখতে হবে।

শনিবার (০৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় দেওয়ান বাজারস্থ বিআইএ ভবনে কোতোয়ালী থানা জামায়াতের শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোছাইনের সভাপতিত্বে শিক্ষা বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার বলেন, আল্লাহতায়ালা মুমিনের জীবনকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। পৃথিবীতে মুমিনের কাজ আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানো। আল্লাহর একত্ববাদ ঘোষণা করে যাওয়া। আল্লাহতায়ালা এর বিনিময়ে পুরস্কার হিসেবে মুমিনদের সকল গোনাহ ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন।

থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল জাহের  ও আহমদ রশীদ আমু, এসিস্ট্যান্ট সেক্রেটারি আনম জোবায়ের, কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ ফেরদাউস, সাইয়্যেদ মোহাম্মদ আলী, মাওলানা আজগর হাসান, এডভোকেট আনোয়ার সা’দত, একরামুল হক, আন্দরকিল্লা ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গনি, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড আমীর কামাল উদ্দিন, পাথরঘাটা ওয়ার্ড আমীর মাস্টার নুরুল আমীন।

0Shares